★ নিউজএডিটর:মোঃলিমনতোকদার।
রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃআবু আল হাজ্জাজের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্ণীীতর অভিযোগ উঠছে।এসব বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে সোমবার তদন্ত করেন দুণীতি দমন কমিশন রংপুরের কর্মকর্তাগণ।সকাল থেকে দুপুর পর্যন্ত চলে তদন্ত কার্যক্রম।এসময় বর্তমান উপজেলা স্বাস্থ্য পঃপঃকর্মকর্তা ডাঃকানিজ সাবিহা,কর্মরত ডাক্তার ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে,পীরগাছা উপজেলা স্বাস্থ্য পঃপঃকর্মকর্তা ডাঃআবু আল হাজ্জাজ বিগত ২০১৭সাল থেকে ২০২২সালের জানুয়ারী পর্যন্ত পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।এসময় তিনি আবাসিক কোয়াটার ভাড়ার অর্থ আত্মসাত,রেনারেটর না চালিয়ে বিল উত্তোলন,ঠিকাদারদের সাথে যোগসাজস করে হাসপাতাল সংস্কারের নামে অর্থ আদায়,ভালো এ্যাম্বুলেন্স গ্যারেজ বন্ধি করে বিনষ্ট ও বিভিন্ন প্রকল্প এবং অতিরিক্ত খরচ দেখিয়ে অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম-দুর্ণীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।বর্তমানে ডাঃআবুল আল হাজ্জাজ নীলফামারীতে তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত আছেন।
এ বিষয়ে সম্প্রতি রংপুর জেলা দুণীতি দমন কমিশনে অভিযোগ করা হলে গতকাল সোমবার তদন্তে আসেন দুদকের কর্মকর্তাগণ।তারা সার্বিক বিষয়ে খুটিনাটি দেখেন এবং কর্মরত কর্মকর্তা ও ডাক্তারদের জবানবন্দী নেন।পীরগাছা উপজেলা স্বাস্থ্য পঃপঃকর্মকর্তা ডাঃকানিজ সাবিহা বলেন,আমার আসার আগে কি হয়েছে জানিনা।আমি অল্প কিছুদিন আগে এখানে এসেছি।
এ বিষয়ে জানতে চাইলে দুর্ণীতি দমন কমিশন(দুদক)রংপুরের সহকারি পরিচালক হোসাইল শরীফ বলেন,আমরা অভিযোগের ভিত্তিতে অনেকগুলো বিষয় নিয়ে তদন্ত করেছি।প্রয়োজনীয় কাগজপত্র নেয়া হয়েছে।কাগজপত্র দেখে যদি কোন অনিয়ম পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.tokdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।