★ বার্তাসম্পাদক,মো:রফিকুল ইসলাম লাভলু।
রংপুরের পীরগাছায় মুরগীর খামারের বিদ্যুৎ বিল নিয়ে বিরোধের জের ধরে এনারুল হক নামের এক যুবকের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।এসময় সন্ত্রাসীরা ধারালো খুর দিয়ে ওই যুবকের পিঠে একাধিক ফেস দিয়ে রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা চালায়।ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের সন্নিকটে।
এ-ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ বৃহস্পতিবার দুপুরে শাহীন নামের এক সন্ত্রাসীকে আটক করে।মামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়.উপজেলার কালীগঞ্জ গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী হাজেরা বেওয়ার নিকট থেকে দুই মাস আগে একটি ব্রয়লার মুরগীর খামার ভাড়া নেয় একই গ্রামের রমজান আলীর ছেলে শামীম মিয়া।চুক্তি মোকাবেক সে মুগীর খামারের বিদ্যুৎ বিল পরিশোধ না করে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতে থাকে।এতে বাধা দেয়ায় শামীম ও তার ভাই শাহীন মিয়া এবং তার মা শামসুন্নাহার বেগম ও রাইসুল ইসলাম নামের একদল সন্ত্রাসী হাজেরা বেওয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং হাজেরা বেগমকে টানাহেচরা করে শ্লীলতাহানীসহ মারপিট করে গুরুতর জখম করে।এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিতে থাকাকালে বুধবার বিকেলে হাজেরা বেগমের বাড়ির গেটের সামনে তার ছোট ভাই এনারুল হক(৩৪)এর উপর হামলা চালায় শামীম ও তার সাঙ্গপাঙ্গরা।তারা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে এনারুল হককে হত্যার চেষ্টা চালায়।
এ ঘটনায় হাজেরা বেগম বাদী হয়ে এজাহার দায়ের করলে থানা পুলিশ শনিবার দুপুরে ঘটনার সাথে জড়িত শাহীন মিয়া(২৪)কে আটক করে।বর্তমানে তাকে জিজ্ঞাবাদ করা হচ্ছে বলে থানা সূত্র জানিয়েছে।