রংপুরের পীরগাছা বাজারে গভীর রাতে আগুন লেগে পুড়ে গেছে ছাই হয়ে গেছে চারটি দোকানের মালামাল।বুধবার রাত ২টার দিকে বাজারের চৌরাস্তা সংলগ্ন বিচিত্রা হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে পাশের একটি ডিমের দোকান ও দুইটি গুদাম ঘরে ছড়িয়ে পড়ে।এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেললেও কিছু কোন মালামাল রক্ষা করা যায়নি।এতে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বাজারের পাহারত কর্মীরা জানান,রাত ২টার দিকে বিচিত্রা হার্ডওয়ারের দোকানের ভিতর হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা দিলে তা অন্য তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।এতে আরাজি ঝিনিয়া গ্রামের হার্ডওয়ার ব্যবসায়ী বেনি মাধব বর্মনের ৭লাখ ৫০হাজার টাকার মালামাল,বালাপাড়া গ্রামের ডিম ব্যবসায়ী শাহীন মিয়ার ১৫হাজার টাকা ডিম ও কিসামত সুখানপুকুর গ্রামের হরি শংকর চন্দ্রের দুইটি ঘরের আসবাবপত্র পড়ে যায়।খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী বলেন,ধারনা করছি বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।
দৈনিক তোকদার নিউজ ডট কম।