এবারের রোজার ঈদে আসছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জনপ্রিয় সংলাপ মাসুদ ভালো হয়ে যাও নামে একটি নাটক।মিশু সাব্বির ও নাদিয়া আফরিন মিম এতে অভিনয় করেছেন।
এনটিভির ঈদ আয়োজনে মাসুদ ভালো হয়ে যাও শিরোনামের নাটকের গল্পে দেখা যাবে,মাসুদ এলাকার পরিচিত মুখ।ঘাউড়ামির জন্য বেশ খ্যাতি;একটা গ্যাংও আছে তার।নেশায় সে বাইকার।
তারপর মাসুদ প্রেমে পড়ে,সেই প্রেমিকা নাদিয়া আফরিন মিম।তাকে পেতে মাসুদ আরও ঘাউড়ামি শুরু করে;সেসব গল্প জানা যাবে নাটকে।
নাটকটির ব্যাপারে পরিচালক প্রীতি দত্ত বলেছেন,কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এখানে।আশা করছি,দর্শক এই মাসুদে হতাশ হবেন না।কিন্তু এই মাসুদ শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে ভালো হয়েছিল কিনা,সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে।
দৈনিক তোকদার নিউজ ডট কম।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।