প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ আগামী ২২এপ্রিল অনুষ্ঠিত হবে।আজ বুধবার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান।
জানা গেছে,প্রথম ধাপে ২২টি জেলার মধ্যে ১৪টির সব উপজেলা এবং আটটি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।মঙ্গলবার(৫ এপ্রিল)রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(পলিসি ও অপারেশন)মনীষ চাকমা স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।সংশ্লিষ্টদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:আবদুল মান্নান চিঠি পাওয়ার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।চিঠিতে বলা হয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর লিখিত পরীক্ষা আগামী ২২এপ্রিল অনুষ্ঠিত হবে।ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।চিঠিতে বলা হয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর লিখিত পরীক্ষা আগামী ২২এপ্রিল অনুষ্ঠিত হবে।ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।চিঠি থেকে জানা যায়,আগামী ২২এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা,শেরপুর,গাজীপুর,নরসিংদী,মানিকগঞ্জ,ঢাকা, মাদারীপুর,মুন্সীগঞ্জ,লক্ষ্মীপুর,ফেনী,চট্টগ্রাম, মৌলভীবাজার,লালমনিরহাট জেলার সব উপজেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ ছাড়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বেলকুচি,চৌহালী,কামারখন্দ,কাজীপুর,যশোর জেলার ঝিকরগাছা,কেশবপুর,মণিরামপুর,শার্শা,ময়মনসিংহ জেলার ভালুকা,ধোবাউড়া,ফুলবাড়িয়া,গফরগাঁও,গৌরীপুর, হালুয়াঘাট,ঈশ্বরগঞ্জ,নেত্রকোনা জেলার আটপাড়া,বারহাট্টা, দুর্গাপুর,কলমাকান্দা,কেন্দুয়া,কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর,ভৈরব,হোসেনপুর,ইটনা,করিমগঞ্জ,কটিয়াদি, টাঙ্গাইল জেলার সদর, ভূয়াপুর,দেলদুয়ার,ধনবাড়ি,ঘাটাইল, গোপালপুর,কুমিল্লা জেলার বরুয়া,ব্রাহ্মণপাড়া,বুড়িচং, চান্দিনা,চৌদ্দগ্রাম,সদর,মেঘনা,দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট,সদর,সেনবাগ,সোনাইমুড়ি,সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা ২২এপ্রিল নেওয়া হবে।এদিকে দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।তবে প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।