পীরগাছা স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল:খুঁশি পীরগাছাবাসী। – অনলাইন তোকদার নিউজ পোর্টাল
  1. limontokder@gmail.com : admin :
শুক্রবার, ১০ মে ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
পীরগাছা উপজেলা চেয়ারম্যান পদে জয় লাভ করেন পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে কে কে জয়লাভ করলেন এবার কে হতে যাচ্ছে পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান একটি প্রবাদবাক্য আছে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে আজ ১লা বৈশাখে ঐতিহ্যবাহী কান্দিরহাটের ইজারাদার নতুন দায়িত্ব পালন শুরু করেন পীরগাছা উপজেলার ব্যাটারী‌ চালিত‌ অটো‌ মালিক ও শ্রমিক দের সমাবেশ অনুষ্ঠিত হয় নতুন সরকারের, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী যারা হলেন এক নজরে দেখে নিন কে কোন আসনে জিতলেন একটু ভুলের জন্য কমপক্ষে ৩৫% ভোট কম পোল হল পরুন প্রধানমন্ত্রী বলেছেন যে ১৫ বছর আগের আর আজকের বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান

পীরগাছা স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল:খুঁশি পীরগাছাবাসী।

  • Update Time সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪০৭ Time View
ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল।
ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল।
PDF DOWNLODEPRINT

News

নিউজএডিটর:লিমন তোকদার।

নুপুর আক্তারের দাম্পত্য জীবনের প্রথম সন্তান প্রসবে বাড়ির সকলেই খুশি।কিন্তু সন্তান প্রসবের দিনক্ষণ পেরিয়ে ১২দিন অতিবাহিত হলেও যখন স্ত্রীর প্রসব বেদনা না ওঠায় তখন উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন বেকার স্বামী রুবেল মিয়া।আর তখনই বাড়ির পাশের কমিউনিটি হেলথ কেয়ার কর্মী রাশেদা বেগমের পরামর্শে পীরাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।পরে চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন নুপুর আক্তার(১৮)।এভাবেই নতুন দিগন্তের দ্বার উম্মোচন করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের উদ্বোধন করা হয়।
রোববার সকাল ১০টায় পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল সিজারিয়ানে খুশি ডাক্তার,নার্স ও কর্মকর্তা-কর্মচারীরাও।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:কানিজ সাবিহা’র ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু এবং সিজারিয়ান সেকশনে সফল অপারেশনে খুশি পীরগাছাবাসীও।গতকাল রোববার সকালে সফল সিজারিয়ানের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে প্রথম রমজানে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল।

অপারেশনের সামগ্রীক দায়িত্ব পালন করেন কনসালটেন্ট(গাইনোকোলজি)ডাঃনুসরাত হোসেন লাজ ও রংপুর মেডিকেল কলেজ হাসাপতালের কনসালটেন্ট(এ্যানেসথেসিয়া,আইসিইউ ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ)ডাঃমুহতাসিম মেহেদী মাসুম,মেডিকেল অফিসার,ডাঃসামিহা শশী,ওটি ইনচার্জ ও নার্সিং কর্মকর্তারা।বর্তমানে মা ও ছেলে সুস্থ্য রয়েছে।
কনসালটেন্ট(গাইনোকোলজি)ডাঃনুসরাত হোসেন লাজ বলেন,উপজেলা পর্যায়ে এ ধরনের অপারেশনে খরচ কম।কিন্তু সার্জিক্যাল যন্ত্রপাতির পাওয়া যায় না।এ রোগীর ক্ষেত্রে আমরা নিজের অর্থে সার্জিক্যাল যন্ত্রপাতি রংপুর থেকে সংগ্রহ করি।
উপজেলার কিসামত ঝিনিয়া গ্রামের বাসিন্দা নুপুর আক্তারের স্বামী রুবেল মিয়া বলেন,আমি বেকার টিউশনি করে সংসার চালাই।এ রকম সমস্যায় পীরগাছা হাসপাতালের ডাক্তাররা আমার স্ত্রীর সফল অপারেশনের মাধ্যমে আমার স্ত্রীর ছেলে সন্তান জন্ম হয়েছে।এতে আমি খুব খুশি।আমি হাসপাতালের সকল ডাক্তার,নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:কানিজ সাবিহা বলেন,হাসপাতালে অপারেশন করতে প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতির দরকার।আমাদের এখানে নেই।তবুও আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে এ ধরনের রোগীদের অপারেশন করতে।

দৈনিক তোকদার নিউজ ডট কম

দয়া করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন,সকল সংবাদ পেতে পেজে লাইক দিয়ে সাথে থাকুন…

এই বিভাগের আরও খবর


প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।

★উপদেষ্টা:- বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ টিপু মুন্সি,এমপি মহোদয়।

★সম্পাদক:- মোঃ আব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ও পীরগাছা উপজেলা চেয়ারম্যান,রংপুর বিভাগ।

★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।

© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।

Site Customized By NewsTech.Com

প্রযুক্তি সহায়তায় BD Web Developer Ltd.