রংপুরের কাউনিয়ায় দম্পতি গ্রেফতার:যুবক হত্যার ঘটনার মামলায়।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,কাউনিয়ায় দম্পতি গ্ৰেফতার:যুবক হত্যার ঘটনায় মামলা।

News

নিউজএডিটর:লিমন তোকদার।

রংপুরের কাউনিয়ায় ঘরের মেঝে খুঁড়ে সাইদুল ইসলাম(২৪)নামে এক যুবককে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে।শনিবার রাতে নিহতের পিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এরমধ্যে পুলিশের হাতে আটককৃত অভিযুক্ত রফিকুল ইসলাম ও তার স্ত্রী বুলবুলিকে গ্রেফতার দেখিয়ে রোববার রংপুর আদালতে পাটিয়েছে পুলিশ।
তবে মামলার তদন্তের স্বার্থে এজাহারে উল্লেখকৃত অপর এক আসামির নাম প্রকাশ করতে চায়নি পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুমুর রহমান জানান,আটক থাকা দুই আসামিকে(স্বামী-স্ত্রী)গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রংপুর আদালত পরিদর্শক গোলাম মোস্তফা জানান,আসামিদের আদালতে আনা হয়েছে।কোর্টে তোলা হবে।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,কাউনিয়ায় দম্পতি গ্রেফতার:যুবক হত্যার ঘটনায় মামলা।

গতকাল শনিবার রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে ঘরের মেঝে খুঁড়ে সাইদুল ইসলামে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।এরআগে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সাইদুল ইসলাম।রফিকুল ওই গ্রামের হারেস উদ্দিনের ছেলে এবং নিহত সাইদুল একই গ্রামের অজিমুদ্দিনের ছেলে।তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।
স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় চাচাত ভাইকে কুপিয়ে হত্যার পর মরদেহ ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখেন রফিকুল।এ ঘটনায় তাকে আটক করা হলে তিনি হত্যাকান্ডের দায় স্বীকার করেন।

দৈনিক তোকদার নিউজ ডট কম