মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার পীরগাছায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা(অসকস)বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।সংস্থার উপদেষ্টা চিপ পেটি অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
অরাজনৈতি অলাভজনক জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা(অসকস)এর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,রংপুর জেলা সিনিয়র সহ-সভাপতি ও পীরগাছা উপজেলা সভাপতি মোশাররফ হোসেন,জেলা উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোলায়মান খন্দকার,সম্মানিত ক্যাপ্টেন নুরুল আমিন প্রধান রাঙ্গা,সম্মানিত ক্যাপ্টেন মতিউর রহমান, জেলা সভাপতি কমান্ডো তৌহিদ,এ্যাডভোকেট মাহে আলম,জেলা সহ-সভাপতি আতাউর রহমান,পীরগাছা উপজেলা সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ।জাকজমক পূর্ণ আলোচনা সভায় রংপুর জেলা ও পীরগাছা উপজেলার ২শতাধিক অবসরপ্রাপ্ত সেনা,নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তা তাদের নিজেদের অর্থায়নে এলাকার অবহেলিত মানুষের হয়ে কাজ করছে।সংস্থাটি অল্প সময়ের মধ্যে সেবামূলক কাজ বেশ প্রশংসা কুড়িয়েছে।আগামী দিনে এই সংস্থার পাশে থাকার জন্য প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যানের নেক দৃষ্টি কামনা করেন।পরে দোয়া মাহফিলের পর প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।