রংপুরের কাউনিয়ায় ধুমেরকুঠি সরকারি কবরস্থানে বেশিরভাগ জমি অবৈধভাবে দখলের পর দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। এদিকে কবর স্থানে ফাঁকা জায়গা না থাকায় মৃতদেহ দাফন নিয়ে বিপাকা পরেছে স্বজনরা।
জানা গেছে, উপজেলার সারাই ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় মুসলমানের ব্যবহার্য্য একটি সরকারি কবর স্থান রয়েছে। স্বাধীনতার পর থেকে ধুমেরকুটি, জয়বাংলা, ভিতুরকুঠি, একতাবাজার, দর্জিপাড়া. পরামানিক পাড়া, নাজিরটারী, বানিয়াটারী, চাদনীপাড়া, নওহাটী, জয়বাংলা নিবাস সহ আশাপাশের আরো বেশ কয়েকটি গ্রামের বিত্তবান, মধ্যবিত্তরা সহ দরিদ্র পরিবারের মৃত ব্যক্তিদের মরদেহ এ কবরস্থানেই দাফন করা হয়। কিন্তু প্রায় ২৫-৩০ বছর ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি জোড় পুর্বক সরকারি কবর স্থানের জমি অবৈধভাবে দখল করে আধাপাকা দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছে। আবার কেউ তাদের দখলে থাকা কবর স্থানের জমি বিক্রিও করে দিয়েছে। এতে করে এই কবরস্থানে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনে জায়গা সংকট দেখা দিয়েছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।