করোনায় গত ২৪ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫ জনে।গত ২৪ঘণ্টায় মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৯৯ জন।এর ফলে দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো১৯ লাখ ৪৪হাজার ৩৭৫জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ঘণ্টায় ২৩হাজার ৮৮৩জনের নমুনা সংগ্রহ করা হয়।পরীক্ষা করা হয় ২৩হাজার ৮১৭জনের নমুনা।এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১কোটি ৩৪লাখ ২৫ হাজার ১৫৬টিতে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়।সেদিন থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪দশমিক ৪৮ শতাংশ।
এছাড়া গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭হাজার ৪৬০ জন।এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮লাখ ২২হাজার ১২৫জনে।
উল্লেখ্য,আগের দিন সোমবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছিলো।শনাক্ত হয়েছিলো ৮৯৭ জনের।
গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩৩জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।এ দিন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১২ জনের।এছাড়া হাসপাতালটিতে গত ২৪ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ ভর্তি হননি।এ সময় সুস্থ হয়ে কেউ হাসপাতাল ছেড়ে যাননি।
উল্লেখ্য, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে।এমনকি দুটি বিভাগের চিকিৎসক,নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.tokdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।