নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।
রংপুরের কাউনিয়া উপজেলার নবদীগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যার এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। রংপুর মেট্রোপলিটান পুলিশের মাহিগঞ্জ থানার এস আই বাবুল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে অনিল নামে একজনের পরিচয় জানা গেলেও বাকি দুজনের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা থেকে লালমনিরহাট জেলার বুড়িমারী স্থল বন্দরগামী মানিক এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস নবদীগঞ্জ এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটো রিকশার দুই যাত্রী নিহত হন।আহত হন আরও তিন যাত্রী।
খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে আরও একজনের মৃত্যু হয়।দুজনের অবস্থা আশংকাজনক বলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা, রাসেল জানিয়েছেন।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।