অনলাইনডেস্ক:-নিউজপোর্টালতোকদারনিউজ.কম,এর:নিউজইডিটরওপ্রতিষ্ঠাতা:মোঃমোশারফ হোসেন তোকদার লিমন,রংপুর বিভাগঃ-
ফাইল ফটো
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান,২০১৯ সালে বাসের ভাড়া বৃদ্ধির বিষয়ে বিআরটিএ প্রস্তাব তৈরি করে।করোনার সময় সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি।এর মধ্যে গতকাল বুধবার দিবাগত রাতে আবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।এ অবস্থায় বাস চালিয়ে আয় দূরে থাক,লোকসান গুনতে হবে।এ জন্য বিভিন্ন জেলার পরিবহণ মালিকেরা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে,প্রতি লিটারে ১৫ টাকা করে বাড়ানো হয় ডিজেল ও কেরোসিনের দাম।নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়।গতকাল বুধবার রাত ১২টা থেকেই এটি কার্যকর করা হয়।বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এ তথ্য জানানো হয়।