প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২১, ২:৪১ এ.এম
অলরাউন্ডিং পারফরম্যান্সে বিশ্বকাপকে নিজের করে নিয়েছিলেন সাকিব আল হাসান রেকর্ডের হাতছানি সাকিবের।
অনলাইনডেস্ক:নিউজপোর্টালতোকদারনিউজ.কম,এরনিউজইডিটরও প্রতিষ্ঠাতা:মোঃমোশারফ হোসেন তোকদার লিমন,রংপুর বিভাগঃ-
অলরাউন্ডিং পারফরম্যান্সে বিশ্বকাপকে নিজের করে নিয়েছিলেন সাকিব আল হাসান রেকর্ডের হাতছানি সাকিবের।
রেকর্ডের হাতছানি সাকিবের।
২০০৭সাল থেকে ২০১৬পর্যন্ত টানা ৬টি টি-২০বিশ্বকাপে খেলেছেন সাকিব।২৫ম্যাচে তার রান ৫৬৭।সর্বোচ্চ ৮৪এবং হাফসেঞ্চুরি ৩টি। তবে উইকেট সংখ্যা ৩০টি।ওভার প্রতি রান দিয়েছেন ৬.৬৪। প্রতিটি উইকেট নিতে রান দিয়েছেন ১৭.৬।এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৩৮ম্যাচে ৩৯উইকেট নিয়ে সবার ওপরে পাকিস্তানের শহীদ আফ্রিদি।
২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ।কিন্তু অলরাউন্ডিং পারফরম্যান্সে বিশ্বকাপকে নিজের করে নিয়েছিলেন সাকিব আল হাসান।ব্যাটিংয়ে ৮ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫হাফসেঞ্চুরিতে ৬০৬রান এবং ১১উইকেট নিয়েছিলেন আসরে।বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড়`ব্রান্ড অ্যাম্বাসেডর’ সাকিব আসন্ন টি-২০বিশ্বকাপটিও নিজের করে নিতে পারেন,রাঙাতে পারেন ব্যাট-বল হাতে।
টি-২০বিশ্বকাপ বাঁ হাতি স্পিন অলরাউন্ডারকে নতুন রেকর্ডের হাতছানি দিচ্ছে।৩৫বছর বয়সী স্পিনার আর মাত্র ১০উইকেট পেলেই টি-২০বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন।টপকে যাবেন শহীদ আফ্রিদি,ল্যাসিথ মালিঙ্গা,সাঈদ আজমল,অজন্থা মেন্ডিস,উমর গুল,ডেল স্টেইনদের।শুধু বিশ্বকাপ নয়টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কার মালিঙ্গাকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারির হাতছানিও দিচ্ছে বাংলাদেশের সেরা ক্রিকেটারকে।
রেকর্ডগুলোর মালিক হতে ১৭অক্টোবর ওমানে শুরু টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বেই বাজিমাত করতে হবে বাঁ হাতি স্পিনারকে।১৭অক্টোবর সূচনা দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।১৯অক্টোবর স্বাগতিক ওমান ও ২১অক্টোবর পাপুয়া নিউগিনি।তিন ম্যাচে মাত্র ২ উইকেট পেলেই তিনি পেছনে ফেলবেন মালিঙ্গাকে।
কিছুদিন আগে ক্রিকেটকে বিদায় জানান লঙ্কান কিংবদন্তির পেসার।এর ফলে টি-২০ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি হতে মাত্র ২উইকেট চাই সাকিবের।৮৪ম্যাচে মালিঙ্গার উইকেট ১০৭ এবং সাকিবের উইকেট ৮৮ম্যাচে ১০৬টি।
সাকিব বর্তমানে আইপিএল খেলতে দুবাইয়ে।আজ আইপিএল ফাইনাল।সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস।ফাইনাল খেলেই ওমানে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব।কলকাতার হয়ে গত তিন ম্যাচে খেললেও পারফরম্যান্স ছন্দ পায়নি।তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিশ্বাস করেন এবার টি-২০বিশ্বকাপ বাংলাদেশের পাশাপাশি সাকিবের হতে পারে,সাকিব ছন্দে নেই এটা আমি বিশ্বাস করি না।সাকিব সবসময় তার সেরাটা দিয়ে আসছেন।এবারও নিজেকে প্রমাণ করবেন।
২০০৭সাল থেকে ২০১৬পর্যন্ত টানা ৬টি টি-২০বিশ্বকাপে খেলেছেন সাকিব।২৫ম্যাচে তার রান ৫৬৭।সর্বোচ্চ ৮৪এবং হাফসেঞ্চুরি তিনটি।তবে উইকেট সংখ্যা ৩০টি।ওভার প্রতি রান দিয়েছেন ৬.৬৪। প্রতিটি উইকেট নিতে রান দিয়েছেন ১৭.৬। এখন পর্যন্ত টি-২০বিশ্বকাপে ৩৮ম্যাচে ৩৯উইকেট নিয়ে সবার ওপরে পাকিস্তানের শহীদ আফ্রিদি।দুইয়ে মালিঙ্গার উইকেট ৩১ম্যাচে ৩৮তিনে পাকিস্তানের সাঈদ আজমলের উইকেট ২৩ম্যাচে ৩৬ চারে শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিসের ২১ম্যাচে ৩৫পাকিস্তানের উমর গুল ২৪ম্যাচে ৩৫উইকেট নিয়ে ছয়ে এবং সাতে থাকা দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের উইকেট ২৩ম্যাচে ৩০টি।রেকর্ড বইয়ে নাম লেখাতে সাকিবকে ২০১৯সালের বিশ্বকাপ ক্রিকেটের মতো ছন্দোময় ক্রিকেট খেলতে হবে।তাহলেই তার পাশাপাশি বাংলাদেশ লাভবান হবে।
বিডি//নিজস্বপ্রতিবেদকনিউজপোর্টালতোকদারনিউজ.কমএর প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্বপ্রতিবেদকনিউজপোর্টালতোকদারনিউজ.কমএর প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইটআইনেপূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com