“শুভ জন্মদিন”জনতার চেয়ারম্যান,শুভহোক আপনার আগামী।
জনাব”মোঃ আব্দুস সালাম আজাদ জুয়েল”ভাইয়ের জন্মদিনে কান্দিবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।
তিনি ১৯৭৩ সালে আজকের দিনে (২৩/০৯/১৯৭৩) রংপুর জেলা পীরগাছা উপজেলার ৯নং কান্দি ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
জুয়েল ভাই ১৯৮৯ সালে কান্দির হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে”এসএসসি”১৯৯১ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ১৯৯৪ সালে পীরগাছা সরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পুর্ণ করেন।
পেশা জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী এবং সমাজ-সেবক হিসাবে পরিচিতি লাভ করেন,সেই ছোটবেলা থেকেই মানুষের বিপদে পাশে দাড়ানোই যেন তার নেশা যা আজও অব্যাহত রয়েছে তাই কান্দিবাসির পক্ষ থেকে ভালোবাসা অর্জনের এক বিরল দৃষ্টান্ত স্হাপন করেছেন।
জুয়েল ভাইয়ের পিতা সদ্য প্রায়ত কোব্বাদ আলি মিয়া সত্তর ও আশির দশকে দুইবার কান্দি ইউনিয়নের চেয়ারম্যান নির্বচিত হয়ে সফলতার সহিত জনগনের সেবা করে যান,যা কান্দিবাসি আজও গভিরভাবে স্মরন করেন,তারই ধারাবাহিকতায় কান্দিবাসির প্রানের দাবী অবহেলিত কান্দির দায়িত্ব যেন জনাব মোঃ কোব্বাদ আলী চেয়ারম্যানের পরিবার নেন এবং আমরা আশা করছি আগাামী নির্বাচনে জুয়েল ভাই জনগনের অন্তরের এই দাবী পুরন করবেন।
কান্দিবাসির দীর্ঘদিনের আশার প্রতিফলন ঘটানোর জন্যই আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.tokdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।